‘কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচনে ‘এ’ গ্রুপের পরিচালক পদে খন্দঃ জিয়াদুল হক আবারও বিজয়ী হবেন’


কুষ্টিয়া জেলার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন ‘কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’। অত্র মহতি প্রতিষ্ঠানে এবারের নির্বাচনে ‘এ’ গ্রুপের পরিচালক পদে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পরিচালক (ব্যালট নং- ১৬) খন্দকার জিয়াদুল হক সর্বাধিক ভোট পেয়ে আবারও বিজয়ী হবেন বলে ব্যবসায়িদের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে।
ব্যবসায়ী সুধীমহল মনে করেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’কে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে খন্দকার জিয়াদুল হকের বিকল্প নেই। ব্যবসায়ী অংঙ্গনে অতি পরিচিত মুখ খন্দকার জিয়াদুল হক সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার আস্থার মানুষও বটে। তিনাকে চেম্বার অব কমার্সের সদস্যগণ বিপদ-আপদ ও ব্যবসায়ি পরিচালনায় সবসময় পেয়ে থাকেন। তিনি আজ শহরের বড়বাজারসহ জেলার সর্বত্র সবার প্রিয় আস্থাভাজন ও অতি আপনজন হিসেবে ব্যবসায়ী মহলের হৃদয়ে রয়েছেন।
চেম্বার অব কমার্সের নাম প্রকাশে অনিচ্ছুক সন্মানিত কয়েকজন ভােটারগণ প্রতিবেদককে আরও জানান, ব্যবসায়ি সুধীমহল আরও মনে করেন, পরিচালক নির্বাচনের ক্ষেত্রে তিনার মত ব্যক্তিকে প্রথমে নির্বাচিত করা ছাড়া সত্যিই কোন বিকল্প নেই। আসন্ন এ নির্বাচনে ব্যবসায়ীদের অতি পরিচিতি মুখ হিসেবে ‘এ’ গ্রুপের পরিচালক পদে জনপ্রিয়তায় সবার থেকে এগিয়ে আছেন খন্দকার জিয়াদুল হক।
কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর (২০২৫-২০২৭) সাধারণ সদস্য নির্বাচন আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর,২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে উৎসবমুখর পরিবেশের সাথে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা।
এ বিষয়ে ব্যালট নং- ১৬ খন্দকার জিয়াদুল হক বলেন,”আমি বিশ্বাস করি ভােটাররা আমাকে ভােট দিবেন। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচনে ‘এ’ গ্রুপের পরিচালক পদে জয়লাভ করলে ব্যবসায়ীদের পাশে আমি আছি এবং সবসময় থাকবাে, ইনশাআল্লাহ। আমি ভােটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং সবার কাছে দোয়াও চাচ্ছি”।
Leave a Reply