রাষ্ট্রীয় ভাবে কুষ্টিয়া জেলাকে ‘সাংস্কৃতিক রাজধানী’ ঘোষণার দাবি আজও পূরণ হয়নি
বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া। এই জেলাকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার লীলাভূমি বলা হয়। কুষ্টিয়া জেলাকে রাষ্ট্রীয় ভাবে ‘সাংস্কৃতিক রাজধানী’ ঘোষণার জন্য জেলাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। এই দাবি শুধু হাতে-কলমে, মুখে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বহুবার আন্দোলনে গেলেও আজও কোন সুরাহা হয়নি।
দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত এই কুষ্টিয়া থেকেই এ-দেশে বাংলা সাহিত্যের মস্তক-স্থিত মালার মূলবীজ রোপন করেন অগণিত কবি ও সাহিড্যিক। অতি দ্রুত জেলাকে রাষ্ট্রীয় ভাবে ‘সাংস্কৃতিক রাজধানী’ ঘোষণা করা হোক।
Leave a Reply