ইরানের ফরেনসিক বিভাগ বলছে মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়

ইরানে হিজাব না পরা সেই তরুণী আর নেই, তার পরিবারের দাবি পুলিশ হেফাজতে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ অক্টোবর ২০২২, ৪:৫২ পূর্বাহ্ণ
ইরানে হিজাব না পরা সেই তরুণী আর নেই,  তার পরিবারের দাবি পুলিশ হেফাজতে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে

বহুল আলোচিত মাহসা আমিনির মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। শুক্রবার (৭ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মাহসা আমিনি মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়। ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেইন হাইপোক্সিয়া বলা হয়।

হিজাব না পরার অপরাধে ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ মাহসা আমিনিকে আটক করে। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর মাহসার পরিবার দাবি করেছিলেন, আঘাত পেয়ে মৃত্যু হয়েছে তার এবং এ জন্য পুলিশ দায়ী। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইরানের ফরেনসিক সংস্থা মাহসা আমিনি’র মৃত্যুর কারণ সম্পর্কে দেওয়া বিবৃতিতে বলেছে, মেডিক্যাল রেকর্ডসহ সর্বপ্রকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে সেরিব্রাল হাইপক্সিয়ায় মাহসা আমিনির মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.