দুই বাংলায় একই দিনে ১লা বৈশাখ ও শুভ নববর্ষ পালন করি .. !

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ এপ্রিল ২০২২, ৩:২২ অপরাহ্ণ
দুই বাংলায় একই দিনে ১লা বৈশাখ ও শুভ নববর্ষ পালন করি .. !

বাংলা নববর্ষ তথা ১ লা বৈশাখ বাংলাদেশে উদযাপিত হয় দুইদিন। এটা হাস্যকর নয় কি?

১৪ ই এপ্রিল মুসলমানরা আর ১৫ ই এপ্রিল হিন্দুরা।
আদি পঞ্জিকা মতে নতুন বাংলা বর্ষ শুরু হবে আগামীকাল ১৫ ই এপ্রিল শুক্রবার। এই ১৫ ই এপ্রিল নববর্ষ উদযাপন যুগ যুগ ধরে বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রীষ্টান সবাই মিলে একসাথে হাজার বছর ধরে মেনে এসেছে। এই তারিখটা পরির্বতন করে দিল এরশাদ সরকার। যেহেতু কোলকাতার বাঙ্গালীরা আদি পঞ্জিকা মেনে ১৫ তারিখ করে তাই এরশাদ সাহেব এখানেও হিন্দু মুসলমানের মধ্যে একটা ব্যবধান এনে দিলেন। মজার ব্যাপার হচ্ছে ছায়ানট থেকে শুরু করে অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনা যারা ধারন করেন বলে দাবী করেন তারাও এ ব্যাপারে একেবারেই চুপ।

এদিকে হিন্দু সম্প্রদায়কে সেই আদি পঞ্জিকা মেনেই ১৫ তারিখেই বাংলা নববর্ষ পালন করতে হচ্ছে। কারন হিন্দু সম্প্রদায়ের সমস্ত পূজা পার্বন অনুষ্ঠিত হয় এই আদি পঞ্জিকা মতে। সেখানে লগ্ন ও তিথি নির্ধারন করা থাকে। যা দেখে পূজা, অর্চনা, শুভ সময় ও দিন নির্ধারিত করা হয়। কিন্তু এরশাদ যা করলেন তা হচ্ছে ক্যালেন্ডার। এতে তিথি ও লগ্ন নির্ধারন করার কোন সুযোগ নেই। তবে এ কথা সত্য মুসলিম ফতুল্লাহ শিরাজীর সুপারিশে সম্রাট আকবর নতুন বর্ষপঞ্জি ‘তারিখ-ই-ইলাহী’ বা ‘ইলাহী সন’ চালু করেন।

বর্তমানে এই অবস্থাতে দুই বাংলায় মনিষীদের দুইদিনের এই তারিখ ভেদে দুইবার করে জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন উদযাপিত হয়, এটা হাস্যকর নয় কি? তারা কি দুইবার মৃত্যুবরণ করেছে ?

বঙ্গাব্দ, বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জি হল বঙ্গদেশের একটি ঐতিহ্য মণ্ডিত সৌর পঞ্জিকা ভিত্তিক বর্ষপঞ্জি ও পঞ্জিকা সাল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৌরদিন গণনা শুরু হয়। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মোট ৩৬৫ দিন কয়েক ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এই সময়টাই এক সৌর বছর। গ্রেগরীয় সনের মতন বঙ্গাব্দেও মোট ১২ মাস। আকাশে রাশিমণ্ডলীতে সূর্যের অবস্থানের ভিত্তিতে বঙ্গাব্দের মাসের হিসাব হয়ে থাকে। বঙ্গাব্দ শুরু হয় পহেলা বৈশাখ বা বৈশাখ মাসের প্রথম দিনে। বঙ্গাব্দ সব সময়ই গ্রেগরীয় বর্ষপঞ্জির চেয়ে ৫৯৩ বছর কম। সংশোধিত বাংলা পঞ্জিকা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ১৯৮৭ সালে গৃহীত হয়।

উল্লেখ্য, ফতুল্লাহ শিরাজীর সুপারিশে পারস্যে প্রচলিত ফার্সি বর্ষপঞ্জির অনুকরণে ৯৯২ হিজরী মোতাবেক ১৫৮৪ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর নতুন বর্ষপঞ্জি ‘তারিখ-ই-ইলাহী’ বা ‘ইলাহী সন’ চালু করেন। তবে তিনি ঊনত্রিশ বছর পূর্বে তার সিংহাসন আরোহণের বছর থেকে এ পঞ্জিকা প্রচলনের নির্দেশ দেন। এজন্য ৯৬৩ হিজরী সাল থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয়।

আসুন আমরা সবাই আবার সেই আগের দিনে ফিরে যাই। দুই বাংলায় একই দিনে ১লা বৈশাখ ও শুভ নববর্ষ পালনে আগামীর যত মহৎ কাজের প্রতিযোগীতার আনন্দে মেতে উঠি।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা-

নূর মোহাম্মদ রবিউল
সম্পাদক ও প্রকাশক
কুষ্টিয়া প্রেস
(সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.