মরহুম আরাফাত রহমান কোককে নিয়ে মুফতি আমীর হামজার অশা’লীন বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির তীব্র নিন্দা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
মরহুম আরাফাত রহমান কোককে নিয়ে মুফতি আমীর হামজার অশা’লীন বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির তীব্র নিন্দা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের “দাঁড়িপাল্লা প্রতীকের” প্রার্থী মুফতি আমীর হামজা’র একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এর তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ফেসবুকে শুনলাম, মুফতি আমির হামজা তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটা ইতর প্রাণির সাথে তুলনা করা হয়েছে, যেটাতে আমাদেরকে ব্যথিত ও সংক্ষুদ্ধ করেছে। এরূপ অশা’লীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনভাবেই প্রত্যাশা করা যায় না।
সভ্যতার সীমা অতিক্রম করে আমির হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃ’ণা প্রকাশ করছি। আমরা মনে করি তাঁর বক্তব্য উস্কানিমূলক ও চ’ক্রান্ত মুলক। যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বি’ঘ্নিত করার শামিল। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশাকরি প্রশাসন তার বি’রুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.