কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি’র নির্বাচনে ‘সভাপতি’ পদে শৈবাল আদিত্য’ জয় লাভ করবেন !
সুসাংবাদিকতা বিকাশে ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয়ে আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৩ অনুষ্ঠিতব্য কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৫ এ ‘সভাপতি’ পদপ্রার্থী শৈবাল আদিত্য জয় লাভ করবেন!, এমনই মন্তব্য করেছেন জেলা শহর ও বিভিন্ন উপজেলা সচেতন মহল। কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে ও সচেতন মহলে কেপিসি’র নেতৃত্ব পরিবর্তন সময়ের দাবি বলে ভোটারদের মাঝে আলোচনা ও নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে।
এবারের নির্বাচনে সিনিয়র সাংবাদিক হিসেবে সভাপতি পদে শৈবাল আদিত্যর নাম ও আলোচনা সবার মুখে-মুখে। শুধু তাই নয়, সভাপতি প্রার্থীর নতুন মুখ হিসেবে তিনি বিজয়ী লাভ করবেন বলে অনেকে মন্তব্য করেছেন। এদিকে শৈবাল আদিত্য জানান, ‘আজ তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াইয়ে কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৫ এ ‘সভাপতি’ পদে প্রার্থী হয়েছেন’৷ তিনি সকল বন্ধু, অগ্রজ, অনুজের কাছে বিজয়ের জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন৷
শৈবাল আদিত্য একজন সিনিয়র সাংবাদিক। তিন যুগ তথা ৩৬ বছর সাংবাদিকতা ছাড়াও তিনি একজন কবি হিসেবে ব্যাপক পরিচিত। ১৯৮৮ সালে কুষ্টিয়া জেলা স্কুলে পড়াকালীন সেসময়ে এতদাঞ্চলের সবচেয়ে পাঠকপ্রিয় পত্রিকা ‘সাপ্তাহিক ইস্পাত’ এর সম্পাদক মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর হাত ধরে সাংবাদিকতা জগতে পা রাখেন৷ তারপর পর্যায়ক্রমে কুষ্টিয়ার ‘দৈনিক আন্দোলনের বাজার’, ‘দৈনিক কুষ্টিয়া’ এবং ‘দৈনিক দেশতথ্য’ পত্রিকার সূচনালগ্নে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷ পরবর্তীতে ঢাকাতে একাধিক জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি শৈবাল আদিত্যর নিয়মিত কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও গান লিখেন। তাঁর লেখা ৭টি প্রকাশিত গ্রন্থ রয়েছে। এছাড়াও অর্ধশতাধিক টিভি নাটকসহ ঢাকার মঞ্চে নির্দেশনা হিসেবে কাজ করাসহ আবৃত্তি ও অভিনয়ও করেছেন৷ প্রকৃতি ও পরিবেশ সচেতনতায় সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন সংগঠনের সংগঠক হিসেবে দ্বায়িক্ত পালন করছেন৷ নব্বই-এর পরবর্তী সকল প্রগতিশীল আন্দোলনে রাজপথে তিনি সবসময় সক্রিয় থেকেছেন৷
কুষ্টিয়া জেলাজুড়ে সকল সাংবাদিক সমাজে ও সচেতন মহলেে তাঁকে নিয়ে আলোচনা চলছে, আগামীতে কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি’ নির্বাচনে সভাপতি পদে শৈবাল আদিত্য বিজয়ী লাভ করবেন।
Leave a Reply