কুষ্টিয়ার ১টি অনলাইনসহ আরও ৯টি নিউজ পোর্টাল অনলাইনকে নিবন্ধনের অনুমতি

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ নভেম্বর ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার ১টি অনলাইনসহ আরও ৯টি নিউজ পোর্টাল অনলাইনকে নিবন্ধনের অনুমতি

কুষ্টিয়া জেলার’এবিসি ন্যাশনাল নিউজ২৪.কম’ অনলাইন নিউজ পোর্টালসহ দেশের আরও ৯টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এই বিজ্ঞপ্তিতে ক্ষেমিরদিয়াড়, ভেড়ামারা, কুষ্টিয়া স্থায়ী ঠিকানায় মোঃ জাহাঙ্গীর রাজীব সম্পাদক ও প্রকাশক দেখিয়ে ‘এবিসি ন্যাশনাল নিউজ২৪.কম’ অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই  বিজ্ঞপ্তির সাথে আরও ৮টি পত্রিকার অনলাইন সংস্করণকেও নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি দৈনিক এবং একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণ।

সোমবার (২০ নভেম্বর,২০২৩) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত সরকারি ডিএফপি তালিকাভুক্ত ৯টি সংবাদপত্র দৈনিক কুষ্টিয়া, দৈনিক বাংলাদেশ বার্তা, দৈনিক বজ্রপাত, দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক কুষ্টিয়ার কাগজ, দৈনিক দেশের বাণী, দৈনিক আজকের আলো, দৈনিক দেশতথ্য ও দৈনিক হাওয়া পত্রিকা রয়েছে। এর মধ্যে তথ্য মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর,২০২১ তারিখে কুষ্টিয়ার দুুটি পত্রিকা ‘দৈনিক কুষ্টিয়া’ ও ‘দৈনিক দেশতথ্য’ পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.