কুষ্টিয়া প্রেসক্লাবে নির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর

প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীর নেতৃত্বাধীন ‘তারিক-শরীফ’ পরিষদ ‘বিজয়ের প্যানেল’ !

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ
প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীর নেতৃত্বাধীন ‘তারিক-শরীফ’ পরিষদ ‘বিজয়ের প্যানেল’ !

আগামী ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ শনিবার কুষ্টিয়া প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩- ২০২৫) অনুষ্ঠিত হবে। এদিকে এই নির্বাচনে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীর নেতৃত্বাধীন ‘তারিক-শরীফ’ পরিষদ ‘বিজয়ের প্যানেল’ বলে অনেকে মন্তব্য করেছেন।

বৃহত্তর কুষ্টিয়া জেলার সর্ব প্রথম দৈনিক ও সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকার সম্পাদক, কবি, লেখক এবং সাংস্কৃতিক সংগঠক প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী জানান, “এবারের নির্বাচনে ‘তারিক-শরীফ’ পরিষদ পুরো জয়ী হবে এবং এটি মূলতঃ সাংবাদিকদের ‘বিজয়ের প্যানেল’। সুসাংবাদিকতা, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার আদায়ে জেলার সর্বস্তরের সাংবাদিকদের এক কাতারের ঐক্য প্রতিষ্ঠাতে এই পরিষদ আগামীতে কাজ করবে। পাশাপাশি প্রতিভাবান ও মেধাসম্পন্ন সাংবাদিকদের মূল্যায়ণ করা হবে”।

‘তারিকুল হক তারিক ও শরীফ বিশ্বাস’ প্যানেল সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তার লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছেন। এই পরিষদ আগামীতে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন। পরিষদের প্রর্থীগন জানান, কুষ্টিয়া প্রেসক্লাবকে সাংবাদিকতা চর্চা কেন্দ্র, সাংবাদিকদের নিরাপত্তার আশ্রয়স্থল ও আধুনিক যুগোপযোগী প্রযুক্তি সম্পন্ন সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন।

কুষ্টিয়া জেলার যোগ্য সাংবাদিকদের নিয়ে গঠিত ‘তারিক-শরীফ’ পরিষদের প্রর্থীরা কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ ভোটারদের ভালবাসা ও ভোট পেতে ছুটেছেন অবিরাম। এক্ষেত্রে নানান প্রতিশ্রুতি আর নিজেদের যোগ্যতার প্রমাণের দলিল উপস্থাপন করছেন তারা। প্রেস ক্লাবের ইতিহাসে এবারের নির্বাচনের প্রচারণায় যোগ হয়েছে আলাদা মাত্রা। নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে কুষ্টিয়া জুড়ে। ফেস্টুন, ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে গোটা শহর ও প্রেসক্লাব চত্ত্বর।

তবে সর্বস্তরের সাংবাদিক মহলের অভিমত, জেলার সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীর নেতৃত্বাধীন গঠিত ‘তারিক-শরীফ’ পরিষদ বিপুল ভোটে বিজয়ী লাভ করবেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.