বাংলাদেশে ঈদুল আজহা আগামী ২৯ জুন আর সৌদি আরবে চাঁদ আগে ওঠায় ২৮ জুন ঈদ

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ জুন ২০২৩, ২:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশে ঈদুল আজহা আগামী ২৯ জুন আর সৌদি আরবে চাঁদ আগে ওঠায় ২৮ জুন ঈদ

বাংলাদেশে ঈদুল আজহা আগামী ২৯ জুন বৃহস্পতিবার হবে আর সৌদি আরবের আকাশে চাঁদ আগে ওঠায় ২৮ জুন ঈদ হবে। এছাড়াও সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের বেশ কয়েক জায়গায় অনেকে পবিত্র ঈদুল আজহা পালন করবেন।

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (২০ জুন) থেকে শুরু জিলহজ মাস। এর ফলে হিসেব মতে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) ১০ জিলহজ সারা দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগেই সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন ঘোষণা করা হয়েছে। কারন সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এই কারণে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জুন) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটিও এ ঘোষণা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায়, মঙ্গলবার (২০ জুন) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.