নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশের নাটক ‘লাল জমিন’
নিউইয়র্কে সূচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নাটক ‘লাল জমিন’। বাংলাদেশ সরকারের নির্দেশনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মঞ্চায়িত হওয়া নাটকটি মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী। সারা দেশ বিদেশে ৩২৮ তম সফল মঞ্চায়নের পর, নিউইয়র্কে আজ শনিবার (১৭ জুন ২০২৩) সন্ধ্যা ৭টায় ১৬১-৪ জ্যামাইকা এভিনিউ জ্যাকেলে অনুষ্ঠিত হবে।
নাটকটি মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় এতে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনয় শিল্পী মোমেনা চৌধুরী। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে লন্ডন,কানাডা, দুবাই সর্বত্র নাটকটি মঞ্চস্থ হয়েছে।
নিউইয়র্ক জুড়ে যেন আবারও জোরালো ভাবে জেগে উঠেছে বাংলার সংস্কৃতি অতঃপর বিদেশের মাটিতে দেশের নাটক দেখতে সবার মাঝে ব্যাপক সারাও জাগিয়েছে। এদিকে বিদেশের মাটিতে নিউইয়র্কের থিয়েটার আন্দোলন ও মঞ্চ নাটকের ইতিহাসে এ যেন এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। নিউইয়র্কে বাংলা নাট্যচর্চার আজ ৩৪ বছর। ১৯৮৯ সালে ‘ঢাকা যাব’ নাটক দিয়ে শুরু হয়েছিল যাত্রা। এবার ঢাকা থেকে যাওয়া শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘লাল জমিন’ দেখা যাবে। দেশ-বিদেশে নাটকটির সোয়া ৩শ পেরিয়ে এবার ৩২৯তম মঞ্চায়ন হবে নিউইয়র্কে।
Leave a Reply