সাফের নতুন রানি হয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
ভারতের মত শক্তিশালী দলকে যখন গ্রুপ পর্বে হারিয়েছিল, তখনই বলা যায় চ্যাম্পিয়নের অঘোষিত মুকুটটি পরে নিয়েছিল বাংলাদেশের নারী ফুটবলাররা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা শেষ করার সর্বশেষ বাধা ছিল স্বাগতিক নেপাল। যাদেরকে এর আগে সাফ ফুটবলে হারাতে পারেনি বাংলাদেশ।
কিন্তু যে দলটি ফাইনাল পর্যন্ত আসার পথে চার ম্যাচে গোল দিয়েছে ২০টি, সে দলটির সামনে ফাইনালে কে খেলছে সেটা যেন কোনো বিষয়ই ছিল না। যদিও ফাইনালে আসার আগ পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ এবং নেপাল কেউই। আবার দুই দেশের সামনেই ছিল ইতিহাস গড়ার সুযোগ- প্রথমবারের মত নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন।ফাইনালে শিরোপা লড়াইয়ে এসে শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন বাংলাদেশের মেয়েরাই।
অতঃপর সাফের নতুন রানি হয়েছে বাংলাদেশ। ভারতকে আগেই মসনদ থেকে সরিয়ে দিয়ে রানি হওয়ার মিশনে নেমেছিল বাংলাদেশ ও নেপাল। কিন্তু মসনদে বসার মিশনে নেপালকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ৩-১ গোলে জিতে শিরোপার মুকুট পড়ে নেয় সাবিনা খাতুনের বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়েছিল। কৃষ্ণা রানী ২টি ও বদলি খেলোয়াড় সামসুন্নাহার জুনিয়র গোল করেন।
Leave a Reply