১৫ অগস্ট শুধু ভারত নয়, আরও পাঁচটি দেশ স্বাধীনতা পেয়েছিল
বিশ্বে এমন আরও পাঁচটি দেশ আছে যারা ভারতের সঙ্গে একই দিনে স্বাধীনতা লাভ করেছিল। ১৫ অগস্ট ২০২২ সালে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারত তার ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। ১৯৪৭ সালে পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত হয়েছিল এই দেশ, জন্ম হয়েছিল স্বাধীন ভারতের। একই দিনে আরও পাঁচটি দেশ স্বাধীনতা পেয়েছিল। কোন দেশগুলো দেখে নিন।
বাহরিন: মধ্যপ্রাচ্যের এই দেশটিও ১৫ অগস্ট ব্রিটিশদের পরাধীনতার কবল থেকে মুক্ত হয়েছিল। ১৯৭১ সালে রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে এই দেশে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গো: কঙ্গোতে ফরাসি উপনিবেশের পতন ঘটে ১৯৬০ সালে। এই দেশের অগের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো কারণ ১৮৮০ সাল থেকে ফরাসিরা এই দেশ শাসন করতে শুরু করেছিল। তবে পরবর্তীকালে ১৯০৩ সালে নাম বদলে হয় মধ্য কঙ্গো।
উত্তর এবং দক্ষিণ কোরিয়া: ১৫ অগস্ট উত্তর এবং দক্ষিণ কোরিয়া জাপান বিজয় দিবস হিসেবে পালন করে। দুটো দেশেই এই দিনটিতে সরকারি ছুটি পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মার্কিন এবং রাশিয়ার কাছে যখন আত্ম সমর্পণ করে তখন ১৯৪৫ সালে ১৫ অগস্ট জাপানি উপনিবেশের পতন ঘটে এক দুই দেশে। এর প্রায় তিন বছর পর সোভিয়েত রাশিয়ার সমর্থনে উত্তর এবং আমেরিকার সমর্থনে দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
লিচেনস্টাইন: জার্মানদের হাত থেকে এই দেশটি ১৮৬৬ সালে স্বাধীনতা পায়। তারপর ১৯৪০ সালে সে দেশের সরকার ১৫ অগাস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বের এই অন্যতম ছোট দেশটি এই দিনেই স্বাধীনতা দিবস পালন করে।
Leave a Reply