শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা
তাইওয়ান সফরের জেরে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর ফলে বেইজিংয়ের নিষেধাজ্ঞার খড়গে পড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী কর্মকর্তা এখন তিনি। খবর ব্লুমবার্গের।
শুক্রবার (৫ আগস্ট) পেলোসি জাপান ছাড়ার দিনই তিনি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান ঘিরে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে একমাত্র স্পিকার পেলোসি ও মার্কিন রাজনীতিবিদদের কারণে।
Leave a Reply