শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ জুলাই ২০২২, ২:৩৫ পূর্বাহ্ণ
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি। এ ছাড়া শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

এদিকে এর কয়েক ঘণ্টা আগে অবশেষে সামরিক উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। রাজাপক্ষের পালিয়ে যাওয়ার খবরে হাজার হাজার বিক্ষোভকারী প্রধামন্ত্রীর কার্যালয়ের কাছে রাজিকিয়া মাওয়াথা সড়কে বেরিয়ে আসেন এবং দেশটির পালার্মেন্টের দিকে অগ্রসর হতে থাকেন। এ দিকে এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ৭৩ বছর বয়সী এই নেতা স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও দুইজন নিরাপত্তা কর্মকতা ছিলেন বলে জানা গেছে।

তবে রাজাপক্ষে মালদ্বীপে থাকবেন না বলে একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে। তিনি অন্য কোনো দেশে চলে যাবেন বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.