পুলিশ যেন হয় মানুষের আশ্রয়স্থল, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ জুন ২০২২, ২:৪৭ পূর্বাহ্ণ
পুলিশ যেন হয় মানুষের আশ্রয়স্থল, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে এমনভাবে সেবা দিতে হবে যেন তারা পুলিশকে তাদের জীবন রক্ষার শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতে পারে।

আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে পুলিশ সদস্যদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, সবসময় সতর্ক থাকা দরকার। আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘটনা যেন আর না ঘটতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ পুলিশের পাঁচটি বিশেষ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

অনুষ্ঠানে গণভবনের সঙ্গে ভার্চুয়ালি রাজারবাগ পুলিশ লাইন্স, পদ্মা সেতু উত্তর থানা- মুন্সীগঞ্জ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মহিলা পুলিশ ব্যারাক, ময়মনসিংহ পুলিশ হাসপাতাল এবং পিরোজপুর পুলিশ লাইন্স যুক্ত ছিল।
দেশের স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখতে পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে সফলতা অর্জন করেছে পুলিশ বাহিনী। অব্যাহতভাবে মাদক নির্মূল, সাইবার ক্রাইম/গুজব, মানি লন্ডারিং, অস্ত্র চোরাকারবার, মানব পাচার রোধসহ নিরাপদ সড়ক নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রেখে চলছে। তবে এগুলো যেন আর না ঘটে সেজন্য বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কেননা দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকলেই আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবো।

পুলিশকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ১৯৭২ সালের ৮ মে সারদা পুলিশ একাডেমিতে জাতির পিতা বলেছিলেন, ‘আপনারা জনগণের সাহায্য ও সহযোগিতায় এদেশের আইনশৃঙ্খলা রক্ষা করবেন। আমি দুনিয়ার অনেক জায়গায় ঘুরেছি। গ্রেট ব্রিটেনে দেখেছি একজন সিপাহীকেও জনসাধারণ শ্রদ্ধা করে। কোনো পুলিশ কর্মচারীকে দেখলে তারা আশ্রয় নেওয়ার জন্য তার কাছে দৌড়ে যায়। তারা মনে করে পুলিশ তাদের সহায়।’
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের পুলিশ বাহিনকেও সেভাবেই জনগণের আস্থা অর্জন করতে হবে। যেন জনগণ মনে করে যে, তাদের জীবন রক্ষায়, সম্মান রক্ষায় পুলিশই হচ্ছে শেষ ভরসা। পুলিশের কাছে তারা যেন সেই আশ্রয়টা পায়, সেই ভরসার স্থান হিসেবে পুলিশকে জনগণের সামনে নিজেকে সেভাবে তুলে ধরতে হবে। সেটাই আপনারা করবেন। জাতির পিতার এই নির্দেশ আপনারা মেনে চলবেন, সেটাই আমি চাই।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.