রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয় চিত্রনায়িকা পরীমনি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ জানুয়ারি ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয় চিত্রনায়িকা পরীমনি

গত ৩ জানুয়ারি পিরোজপুরে পারিবার নিয়ে সফরে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। বেড়ানো শেষে ১১ জানুয়ারি ঢাকায় ফিরেছেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি, তাঁর সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। এই কয়েক দিনে সবাই সুস্থ হলেও পরীমনির দেড় বছর বয়সী ছেলে এখনো হাসপাতালে ভর্তি। ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে হাসপাতালে ভর্তির কারণে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবির প্রিমিয়ারে পর্যন্ত উপস্থিত থাকতে পারেননি তিনি। অসুস্থতার বিষয়ে বর্ণনা দিয়ে পরীমনি বলেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময়—এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম।

বাসায় ফল খাওয়ার আগে নিয়মিত যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু (পরীমনির সন্তান) খুবই অল্প পরিমাণ মানে দুই–এক কামড় খেয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়ির চালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সেরে উঠলেও পুণ্য এখনো হসপিটালাইজড!’পরীমনি তাঁর ফেসবুক পেজে আরও লিখেছেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েবফিল্ম “কাগজের বউ”–এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আরও পড়ুন