কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ মে ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ৯ বছর পর কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দৌলতপুর-১) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুলতানপুর মাদরাসায় বেলা আড়াইটায় সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটারের মধ্যে ৮৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে খন্দকার টিপু সুলতান ও রহমত আলী রব্বান প্রতিদ্বন্দিতা করেন। শান্তিপূর্ণভাবে ৪৬১ ভোট পেয়ে খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং ৩৯৭ ভোট পেয়ে রহমত আলী রব্বান পরাজিত হয়।

এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীনকে সভাপতি, খন্দকার টিপু সুলতানকে সাধারন সম্পাদক, খন্দকার ওমর ফারুক কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি, আবজাল হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এনামুল হক বাবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক মিরপুর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.