কুষ্টিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ সেপ্টেম্বর ২০২৩, ৪:১০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

“সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব, কুষ্টিয়া শাখার উদ্যোগে বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের কুষ্টিয়া হাই স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

প্রকৃতি ও জীবন ক্লাব, কুষ্টিয়া শাখার সভাপতি শৈবাল আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়৷

কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে আতাউর রহমান আতা বলেন, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো৷ বিশ্বব্যাপী জলবায়ূ পরিবর্তনের প্রভাব আমাদের দেশেও পড়েছে৷ প্রচন্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ৷ প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাই আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে৷ তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানান৷

প্রধান অতিথির বক্তব্যে শিশির কুমার রায় বলেন, আমরা মানুষেরাই প্রকৃতি ধ্বংস করি, বন উজাড় করি, তাই আমাদেরকেই বেশী বেশী গাছ লাগিয়ে প্রকৃতি পূননির্মাণ করতে হবে৷

তিনি বলেন, একমাত্র বৃক্ষরোপনই পারে আমাদের জনজীবনকে জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে৷ তিনি সারাদেশব্যাপী বৃক্ষরোপন এবং গাছের চারা বিতরণ কর্মসূচি পালনের উদ্যোগ নেয়ার জন্য প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নদী পরিব্রাজক দল, কুষ্টিয়ার সভাপতি পরিবেশ সংগঠক খলিলুর মজু, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম আরা জুঁই, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান লেখক-গবেষক ড. আমানুর আমান, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিবেশ সংগঠক জেবুন্নেসা সবুজ এবং কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াসমীন৷ প্রকৃতি ও জীবন ক্লাব, কুষ্টিয়া শাখার পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক প্রিতম মজুমদার, অর্থ সম্পাদক ডা. মনিরুল ইসলাম প্রমুখ৷

অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গনে ফলের গাছের চারা রোপন করেন৷ এরপর বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়৷

উল্লেখ্য, প্রকৃতি ও জীবন ক্লাব, কুষ্টিয়া শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক বৃক্ষরোপন করা হয়েছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও যুবসম্প্রদায়ের মধ্যে দশ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.