ডেঙ্গু নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ জুলাই ২০২৩, ৫:৪১ পূর্বাহ্ণ
ডেঙ্গু নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ দিয়েছেন বিভিন্ন মহল। আবারও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছর বিশ্বে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর জন্য অনেকাংশেই দায়ী যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার পুরো বিশ্বেই বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তা আটগুণ বেড়ে ২০২২ সালে ৪২ লাখে পৌঁছেছে।

উষ্ণ আবহাওয়া এইডিস মশার দ্রুত বংশবৃদ্ধি এবং তাদের দেহের ভেতরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। পাশাপাশি নগরায়ন, পণ্য পরিবহন ও মানুষের চলাচল, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মশার বিস্তারে সহায়ক হয়।

বিভিন্ন জায়গায় জ্বরের প্রকোপ বেড়েছে। সাধারণ ভাইরাস জ্বর ছাড়াও এ সময় ডেঙ্গুতে আক্রান্ত রোগীও পাওয়া যাচ্ছে হাসপাতালগুলোতে। গত কয়েকবছরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়াতে চলতি বছরেও চলছে ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্ক। তবে চিকিৎসকরা বলছেন, ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মেনে নিলে ডেঙ্গু থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। কিছু শারীরিক জটিলতা কাটতে সময় লাগলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোও দূর হয়ে যায়।

এদিকে বাংলাদেশের ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। গড়ছে নতুন নতুন রেকর্ডও। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ৯ জন মারা গেছেন। এনিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। এছাড়া নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২৯২ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২২ জুলাই একদিনে ২ হাজার ২৪২ জন সর্বোচ্চ আক্রান্ত হন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.