বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা তদন্তে কমিশন চায় জাতিসংঘ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ আগস্ট ২০২২, ১২:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা তদন্তে কমিশন চায় জাতিসংঘ

সরকারকে একটি আলাদা কমিশন গঠন করে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা তদন্ত করার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

১৭ আগস্ট বিকালে রাজধানীর একটি হোটেলে চার দিনের সফর শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান হাইকমিশনার। হিন্দুসহ সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র-নৃ গোষ্টির মানবাধিকার রক্ষায় সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বানও জানিয়েছেন মিশেল ব্যাচেলেট।

মিশেল ব্যাচেলেট বলেন, মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি। এ সময় র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম ও খুনের যেসব অভিযোগ আছে, সেগুলোর গ্রহনযোগ্য ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

বাংলাদেশে রোহিঙ্গাবিরোধী যে ধারণা গড়ে উঠছে তাতে জাতিসংঘ উদ্বিগ্ন জানিয়ে হাইকমিশনার বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত করতে মিয়ানমারকে আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.