কবি নূর মোহাম্মদ রবিউলের লেখা `সৃষ্টি’ বাংলা সাহিত্যের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ জানুয়ারি ২০২২, ১:১০ অপরাহ্ণ
কবি নূর মোহাম্মদ রবিউলের লেখা `সৃষ্টি’ বাংলা সাহিত্যের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ কবি ও লেখক নূর মোহাম্মদ রবিউলের লেখা` সৃষ্টি' - বাংলা সাহিত্যের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ

মানব জীবনে চলার পথে মনোজগতের কিছু বিষয় থাকে যা অনেকের অজানা। এই অজানাকে জানিয়ে দেয় কিছু বিশেষ বই। যে বইগুলি মানুষের মনের চোখ খুলে দেয়। অনুরূপ উল্লেখিত ও নির্বাচিত বইয়ের নাম খুব কমই শোনা যায়। বাংলাদেশের গুণীজনের অনেক প্রকাশিত বইয়ের মধ্যে কবি ও লেখক নূর মোহাম্মদ রবিউলের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ – সৃষ্টি বাংলা সাহিত্যের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। সৃষ্টি- বইটি বাংলা সাহিত্যের মর্মস্পর্শী একটি কাব্যগ্রন্থ। মনকাড়া আদর্শ বইটিতে লেখক তাঁর লেখাতে অতি সংক্ষেপে এক একটি বিষয়কে দিয়ে আদর্শ গুণাবলীর মাধ্যমে সু-শৃঙ্খল জীবন সাজানোর অত্মপ্রকাশ করেছেন।

পাঠক ও সূধী মহল মনে করেন, অনেক প্রকাশিত বইয়ের মধ্যে নুর মোহাম্মদ রবিউলের লেখা প্রকাশিত পঞ্চমতম কাব্যগ্রন্থ- সৃষ্টি বইটি পাঠকদের মাঝে জীবন চলার পথে যেন মহৎ হবার স্বপ্ন দেখায়!বইটি নিয়ে দেশের বিভিন্ন স্থান, গোষ্ঠী ও লাইব্রেরীতে আলোচনায় প্রশংসার দাবি তুলেছে। অনেক পাঠকদের মতে মনকাড়া অদের্শের বাণী সৃষ্টি বইটি যে পড়েছে সেই লেখকের মেধা, প্রজ্ঞা, লেখনী শক্তির গভীরতার মহত্বকে প্রকাশ করেছেন। লেখক সকল মায়েদের শ্রদ্ধায় উৎসর্গ করেছেন -সৃষ্টি বইটি। বইটিতে কবিতার ছন্দের রাজত্বে দখলকৃত চল্লিশটি মর্মস্পর্শী কবিতা রয়েছে। যা লেখকের এই অসাধারণ লেখা ছন্দে, গন্ধে, আনন্দে কবির অন্তরের ধ্বনি ও প্রতিধ্বনি স্পন্দিত করে কাব্যগ্রন্থটি পাঠকদের হৃদয়ের পরশে গুঞ্জরিত করেছে।

বইটির শুরুতে লেখকের অসাধারণ নিবেদন লেখাটি পাঠকদের প্রাণে বই পড়ার উৎসাহ সৃষ্টিতে সমালোচনায় ব্যপক নাড়া দিয়েছে। এছাড়া চলার পথে মনোজগতের গভীর দিকনির্দেশনা ছন্দের তালে সাজানো বিষয়গুলি পরিমার্জিত রুপে বাংলা সাহিত্য কর্মে বইটিতে চল্লিশটি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলি হচ্ছে; সৃষ্টি, চেষ্টা, রব, মা, পিতা, শিক্ষক, ওপারে, দেখা, চলন্ত, ভালবাসার বরণে শেখা, জীবনযুদ্ধ, স্বপ্ন ,মন, সুর, কলম, কথা, চেনা, বিদায়, মৃত্যু, প্রণের মানুষ, ওগো নারী, তোমার, দুঃখ, প্রেম কেন ঘৃণা?, জনসংখ্যা, যৌবন, জীবন্ত, ভালবাসা, বিন্দু, সমন ঘাড়ে, মৃত্যুর ভয়, জীবন, ভালবাসি, শ্রেষ্ঠ গুণাবলী, পোশাক, শ্বাস ও প্রশ্বাস, শ্রেষ্ঠ বাসা(আশ্রয়), ওগো অন্তর্যামী, ভালবাসাই জীবন ও ভালবাসি নিজেকে। উল্লেখ্য,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৩ সালে বইটি জাতীয় একুশে বইমেলাতে আত্মপ্রকাশ পায়। বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনী- লেখনী। বইটির প্রচ্ছদ করেন মহামান্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আব্দুললাহ আল সাইখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন