‘দৈনিক প্রতিজ্ঞা’র সম্পাদক ও প্রকাশক নুরুন্নাহার সীমা’র আজ জন্মদিন


কুষ্টিয়া জেলায় নারী সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র নুরুন্নাহার সীমা, আজ তাঁর শুভ জন্মদিন। সাংস্কৃতিক রাজধানী খ্যাত এই জেলাতে অসংখ্য দৈনিক পত্রিকার ভিড়ের মধ্যে প্রথম মহিলা সম্পাদক ও প্রকাশক হিসেবে তাঁর নাম এক অনন্য ইতিহাস বটে। তিনি সম্পাদক ও প্রকাশক হিসেবে প্রায় এক যুগ ধরে ‘দৈনিক প্রতিজ্ঞা’ পত্রিকা নিয়মিত প্রকাশ করে আসছেন।
সাংবাদিকতায় শুধুই নয় তিনি জেলাতে একজন সফল নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বের অগ্রযাত্রী হিসেবেও প্রশংসার দাবি রেখেছেন। বর্তমানে এই দক্ষ নারী সাংবাদিক ‘কুষ্টিয়া উইমেন্স জার্নালিস্ট এসোসিয়েশন’ ও ‘মফস্বল সাংবাদিক ফোরাম’ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে নারী নেতৃত্বের শাশ্বত প্রতীকের প্ল্যাটফর্ম- ‘কুষ্টিয়া উইমেন্স ক্লাব’ এর সভাপতি আছেন।
Leave a Reply