কুষ্টিয়া পৌর কৃষকলীগের যুগ্ন আহবায়ক হলেন অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ সেপ্টেম্বর ২০২২, ৩:৩০ পূর্বাহ্ণ
কুষ্টিয়া পৌর কৃষকলীগের যুগ্ন আহবায়ক হলেন অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল

কুষ্টিয়া মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে কুষ্টিয়া জেলা কৃষকলীগের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন লাভলুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য, কুষ্টিয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, কুষ্টিয়া বটতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ মমিন মন্ডলের সঞ্চালনায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ২৮তম কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিলর, থানাপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললকে যুগ্ম আহবায়ক পদে নাম প্রস্তাব করেন এ সময় কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে সমর্থন করেন সাধারণ সম্পাদক ও জেলার নেতৃবৃন্দ। আগামী ডিসেম্বরে জেলা সম্মেলনের পূর্বে সকল উপজেলা ও পৌরসভার অন্তর্ভুক্ত ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কুঠির শিল্প বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রী কতৃক জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা মো শাহীনুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল আলম স্বপন, কুষ্টিয়া জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লাইজু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আবু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক জনাব মোঃ শাহ জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মাসুদ শেখ, কুষ্টিয়া সদর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রনি, পৌর কৃষকলীগের আহবায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব শাহিদ খান।

এ সময় পৌর কৃষকলীগের সম্মেলনের তারিখ নির্ধারন করা হয় আগামী ২২ শে নভেম্বর ২০২২। এছাড়াও আগামী ডিসেম্বরে জেলা সম্মেলনের পূর্বে সকল উপজেলা ও পৌরসভার অন্তর্ভুক্ত ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল একজন তরুণ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক। তিনি সমাজসেবায় ১ যুগ ও করোনাকালীল বিশেষ অবদানের জন্য নেপালের কাঠমুন্ডুতে সমাজসেবা ক্যাটাগরিতে সার্ক ব্রিলিয়ান্স এওয়ার্ড – ২০২২ অর্জন করেন।

সার্ক ব্রিলিয়ান্স এওয়ার্ড অর্জনের মাধ্যমে কুষ্টিয়া তথা দেশের যুব সমাজের সুনাম ও সম্মানকে ছড়িয়ে দেন দক্ষিণ এশিয়া অঞ্চলে। আন্তর্জাতিক এই সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী সুজাতা কৈরালা। বিশেষ অতিথি ছিলেন ভারতের আইয়ুশ মন্ত্রণালয়ের সাবেক সচিব দিনেস উপান্ডে, নেপালে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি নাভিন কুমারসহ অন্যান্য অতিথিবৃন্দ । সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন দেশ থেকে মনোনিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন ।

অ্যাড. পলল কুষ্টিয়া ফিল্ম সোসাইটি এবং কুষ্টিয়া যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদ (কালপুরুষ) এর প্রতিষ্ঠাতা এবং সম্মিলিত সামাজিক জোটের সহ প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে প্র‍্যাক্টিসের পাশাপাশি ভারতের পাঞ্জাব প্রদেশের চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সাইবার আইন ও কিশোর অপরাধ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন ২০২১ সালে ইন্দো-ইউএস ফেলোশিপ স্কলারশিপ প্রকল্পের আওতায়। একই বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন প্রশিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন আইন ইন্সটিটিউটে।

২০১০ সালে একটি সাধারন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম থেকে আরম্ভ করে বিগত ১ যুগে অর্ধ সহস্রাধিক সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মসূচি সংগঠিত করেন কুষ্টিয়ার এ তরুণ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী। ছাত্র রাজনীতি থেকেই সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে শতাধিক কর্মী তৈরী করেছেন কুষ্টিয়া জেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে।

অর্ধশতাধিক সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত সামাজিক জোট গঠন ও প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন সহ প্রতিষ্ঠাতা হিসাবে। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত কুষ্টিয়া ফিল্ম সোসাইটির কার্যক্রম নিয়ে জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের অধিকাংশ কর্মসূচিতে সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেন জেলা শিল্পকলা একাডেমীকে।

২০১১ সালে প্রযুক্তিতে কুষ্টিয়ার উদ্যোগে প্রযুক্তি উৎসবে মাননীয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের হাত থেকে সেরা সংগঠকের পুরষ্কার লাভ করেন। ২০১৫ ও ২০১৬ তে জাতীয় স্বাধীনতা দিবস চলচ্চিত্র উৎসব, মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, জাতীয় চিঠি উৎসব আয়োজনের জন্য উৎসব পরিচালক হিসেবে সম্মাননা লাভ করেন। এছাড়াও করোনাকালীন সম্মুখসারীতে শতাধিক স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দেওয়ার জন্য কোভিড যোদ্ধা হিসাবে মেয়র ও বিভিন্ন সামাজিক সংগঠন কতৃক সম্মাননা অর্জন করেন।

সম্প্রতি ২০২২ সালের জুন মাসে ময়ুরপঙখী ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড অর্জন করেন। কলকাতার ঐতিহ্যবাহী বেদিক ভিলেজ এন্ড স্পা রিসোর্টে সমাজকর্মী ক্যাটাগরিতে ২০ শে জুলাই এ সম্মননা দেওয়া হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে যারা পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে চলেছে নেতৃত্ব দানের মাধ্যমে।

তিনি কুষ্টিয়া জেলা জজ আদালতের ২০২১ সালে বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হয়ে সুনামের সাথে আইন চর্চায় নিয়োজিত রয়েছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে। ২০২২ সালের সেপ্টেম্বরে আয়কর পরামর্শক কুষ্টিয়া আয়কর আইনজীবী সমিতিতে যোগদান করেন। পেশার পাশাপাশি সাংবাদিকতায় ও লেখালেখিতে নিয়োজিত আছেন জয়প্রিয় দৈনিক কুষ্টিয়ার সহ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে।

উল্লেখ্য যে সম্প্রতি তিনি কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে সর্বকণিষ্ঠ প্রার্থী ও আইনজীবী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ১৮ই অক্টোবর যাচাই বাছাই শেষে ১৯ তারিখ প্রতীক বরাদ্দ পেলে সুবিধাবঞ্চিত মানুষের পক্ষ হয়ে লড়াই করবেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন