জেলার প্রবীণ রাজনীতিবিদ তিনি

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হলেন আলহাজ্ব সদর উদ্দিন খান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ সেপ্টেম্বর ২০২২, ৪:০৭ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হলেন আলহাজ্ব সদর উদ্দিন খান

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

তিনি ছাড়াও আওয়ামী লীগের নমিনেশন পেতে আরও ৮ জন ফরম তোলেন। দলের কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই শেষে সদর খানকে প্রার্থী ঘোষণা করেন। সদর খান আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি বর্তমানে খোকসা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

জেলার প্রবীণ একজন রাজনীতিবিদ সদর উদ্দিন খান তৃণমূল ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক দক্ষ রাজনৈতিক কর্মী। তার রাজনীতি শুরু হয় ১৯৭২ সালে খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে। তারপর থানা যুবলীগের সভাপতি, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটানা ১৮ বৎসর। এছাড়া থানা আওয়ামী লীগের সভাপতি একটানা ১০ বৎসর।

১৯৮৭ সালে জেলা আওয়ামী লীগের সদস্য, ২০১০ সালে জাতীয় কমিটির সদস্য এবং ২০১৪ সালে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পরপর চার বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি।

১৯৯৯ সালে খোকসা পৌরসভার প্রশাসক ছাড়াও সমাজসেবক হিসেবে কুষ্টিয়া জেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তার রয়েছে অসংখ্য অবদান। এছাড়াও তিনি খোকসাতে তার নামে-বেনামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

২০১৪ সালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর কুষ্টিয়া কয়েক ভাগে বিভক্ত করে জেলা আওয়ামী লীগকে এক কাতারে আনা। তারই ফল হিসেবে জননেত্রী শেখ হাসিনা তার ওপর বিশ্বাস রেখে তাকে পরপর দুই বারের জেলা আওয়ামী লীগের সভাপতি করেন।
সর্বশেষ ২০২০ সালের ২৫ মার্চ ত্রিবার্ষিক সম্মেলনেও তিনি জেলা আওয়ামী লীগের দায়িত্ব নেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন