একদিনে ১০০টি বই পড়েছে গ্রিন!
আমরা যতই বলি না কেন, বইয়ের পাঠক কমে গেছে, মানুষ বই পড়ে না। তারপরও আমাদের চারপাশে বইপাগল মানুষের কিন্তু কমতি নেই। অনেকেরই ধ্যানজ্ঞান বই পড়া। আমরাও তো কখনো কখনো একদিনে দু-তিনটি বইও পড়ে শেষ করে ফেলেছি। কিন্তু যদি বলা হয়, কেউ একজন একদিনেই পড়ে ফেলেছে ১০০ বই! অবিশ্বাস্য মনে হচ্ছে না? তা মনে হলেও ঘটনাটি কিন্তু সত্যিকার অর্থেই ঘটিয়েছে আমেরিকার এক বইপাগল বালক। বয়সও কিন্তু অল্প তার, মাত্র চার! ঘটনাটা বলছি তাহলে।
যুক্তরাষ্ট্রের শিকাগোয় বাস করে এই বালক, নাম কালেব গ্রিন। সে একদিনেই পড়ে ফেলেছে একটা নয়, দুটা নয়, একেবারে ১০০ বই! নিজেদের ছোট্ট সন্তানের এই বড় কাজকে অনলাইনে সরাসরি ভিডিও চালিয়ে মানুষকে দেখিয়েও দিয়েছেন তার বাবা-মা। এই ঘটনা প্রকাশ করেছে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।
অসাধারণ কীর্তি ঘটানো ছেলেটিকে নিয়ে এখন রীতিমতো হৈচৈ শুরু হয়ে গেছে। এক শনিবার সে বই পড়তে শুরু করে। প্রতি ১০টি বই পড়া শেষ হলে অল্প সময়ের জন্য নাচানাচি করে, সে সময় আবার ফেসবুকে ছেলের লাইভ ভিডিও স্ট্রিমিং করেন তার বাবা সিলুস গ্রিন।
তার বাবা-মায়ের কাছ থেকে জানা যায়, এই ম্যারাথন বই পড়ার ধারণাটি কালেবের নিজেরই ছিল। তাঁরা প্রাথমিকভাবে এটা নিয়ে সংশয়ে থাকলেও ধীরগতির কোনো লক্ষণ দেখেননি। সিলুজ গ্রিন বলেন, ‘প্রথমে আমি বিস্ময়ে বলেছিলাম, ১০০! এটা তো অনেক বই বাবা। কিন্তু তার প্রতিক্রিয়া ছিল, না, আমি ১০০ বই পড়তে চাই।’
গ্রিন আরো জানান, তিনি তাঁর পুত্রের অর্জন থেকে একটি মূল্যবান পাঠ শিখেছেন। তিনি বলেন, ‘আমি বড় স্বপ্ন দেখতে শিখেছি এবং আমি আগামী বছরগুলোর জন্য নিজের অসম্ভব লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছি। আমি ছেলের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি।’
দিনে ১০০ বই পাঠ, আবার বাবার জন্য অনুপ্রেরণা, সত্যি অনেক বড় কাজ করে ফেলেছে কালেব। এবার তোমাদের পালা, স্বপ্ন দেখ, স্বপ্নকে সফল করো।
Leave a Reply