বারবার বলছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই : উপদেষ্টা অধ্যাপক

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ অক্টোবর ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ণ
বারবার বলছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই : উপদেষ্টা অধ্যাপক

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের কথা এসেছে। আবারও বলছি, বারবার বলছি, যত জায়গায় গিয়েছি, এই যে সম্মেলনে গেলাম সেখানেও বলে এসেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই।’

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত বৈঠকে সভাপতি হিসেবে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনে চূড়ান্ত করা জুলাই জাতীয় সনদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পরস্পরের সঙ্গে জড়িত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যে সনদ ঘোষণা করলাম সে ঘোষণাকে রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, দুই দিন পরে হলে (নির্বাচন) কী হয়? এ রকম না। এটা ফেব্রুয়ারিতেই হবে। বারবার বলেছি, একটা উৎসবমুখর নির্বাচন হবে। এই উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য আমাদের সাধ্যে যা যা কুলায় তা করা হবে। কোনো কম্প্রোমাইজ করা হবে না।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতির দিকে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.