বাংলাদেশ তরিকত পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ ঢাকা ডেমরা চনপাড়া আকবরিয়া দরবার শরিফে বাংলাদেশ তরিকত পরিষদের আয়োজনে মিলাদ, আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব ঢাকা ডেমরা চনপাড়া আকবরিয়া দরবার শরিফে বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সুফী আফসার উদ্দিন ভুইয়া, সভাপতি, রুপগন্জ থানা বিটিপি, অনুষ্ঠানের আয়জনে ছিলেন শাহসুফী খাজা আলী আকবর চিস্তি। পরিচালক, চিস্তিয়া আকবরিয়া দরবার শরিফ, ডেমরা ঢাকা।
প্রধান অতিথী ছিলেন আলহাজ শাহসুফী দ্বীন মোহাম্মদ চিস্তি নিজামী। ভাইস প্রেসিডেন্ট বিটিপি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল আলম চিস্তি, সাধারণ সম্পাদক, বিটিপি। খাজা নিজামুদ্দিন চিস্তি, বার্তা সম্পাদক বিটিপি, শাহ সুফী ফারুক আহমেদ সুরেশ্বরী, মাওলানা মোহাম্মদ আয়ুব আলী ভুইয়া, প্রিন্সিপাল, বড়ালু মাদ্রাসা, শাহ সুফী মঙ্গল মিয়া, সিদ্দিকুর রহমান আল কাদেরী, সভাপতি ডেমরা থানা বিটিপি।
এছাড়াও বক্তব্য রাখেন আলম চান চিস্তি, শাহ সুফী শামসুল হক চিস্তি, যুব নেতা রবিউল ইসলাম চিস্তি প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন নাসিরুদ্দিন খোকন।
অনুষ্ঠানে বক্তাগণ তরিকতপন্থীদের ঐক্য হওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন। পরিশেষে মিলাদ কেয়াম শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

























Leave a Reply