বাংলাদেশের পতাকা হাতে মিস ইউনিভার্সের প্রতিযোগিতার সুযোগে তানজিয়া মিথিলা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৯ অক্টোবর ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশের পতাকা হাতে মিস ইউনিভার্সের প্রতিযোগিতার সুযোগে তানজিয়া মিথিলা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ নিয়ম অনুযায়ী এবার মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পালা। সে লক্ষ্যে সোমবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন এই মডেল-অভিনেত্রী। এ সময় বিমানবন্দরে বাংলাদেশের পতাকা হাতে আসেন তিনি। গেল মাসেই মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছেন তানজিয়া জামান মিথিলা।

এটা আমার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। পদ্মা, মেঘনা, যমুনা নদীর অদম্য ও শক্তিশালী চেতনা এবং বাংলাদেশের প্রতিটি নারীর শক্তি বহন করে নিতে চাই। আমার প্রতিটি পদক্ষেপ লাল-সবুজের জন্য।’ ১৯ নভেম্বর থাইল্যান্ডের পার্ক ক্রেটে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।

তাঁকে বিদায়ি অভ্যর্থনা জানাতে হাজির হয় আরো অনেকে। আনন্দঘন সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেন তিনি। সেখানকারই একটি ছবি এটি। ক্যাপশনে মিথিলা লেখেন, ‘অনেক আশা আর বাঘিনীর মতো সাহস নিয়ে আমি নতুন এই পথে যাত্রা করছি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.