বাংলাদেশের পতাকা হাতে মিস ইউনিভার্সের প্রতিযোগিতার সুযোগে তানজিয়া মিথিলা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ নিয়ম অনুযায়ী এবার মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পালা। সে লক্ষ্যে সোমবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন এই মডেল-অভিনেত্রী। এ সময় বিমানবন্দরে বাংলাদেশের পতাকা হাতে আসেন তিনি। গেল মাসেই মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছেন তানজিয়া জামান মিথিলা।
এটা আমার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। পদ্মা, মেঘনা, যমুনা নদীর অদম্য ও শক্তিশালী চেতনা এবং বাংলাদেশের প্রতিটি নারীর শক্তি বহন করে নিতে চাই। আমার প্রতিটি পদক্ষেপ লাল-সবুজের জন্য।’ ১৯ নভেম্বর থাইল্যান্ডের পার্ক ক্রেটে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।
তাঁকে বিদায়ি অভ্যর্থনা জানাতে হাজির হয় আরো অনেকে। আনন্দঘন সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেন তিনি। সেখানকারই একটি ছবি এটি। ক্যাপশনে মিথিলা লেখেন, ‘অনেক আশা আর বাঘিনীর মতো সাহস নিয়ে আমি নতুন এই পথে যাত্রা করছি।

























Leave a Reply