দৈনিক দেশতথ্য পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহেদুজ্জামান অর্ক আর নেই

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৯ ডিসেম্বর ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
দৈনিক দেশতথ্য পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহেদুজ্জামান অর্ক আর নেই

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া থেকে প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিএফপি তালিকাভুক্ত সংবাদপত্র ‘দৈনিক দেশতথ্য’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক ওহেদুজ্জামান অর্ক আআর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারের পক্ষ থেকে জানা যায়, হঠাৎ অসুস্থতা দেখা দিলে তাঁকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খাজানগর উত্তর পাড়া নিবাসী সাংবাদিক ওহেদুজ্জামান অর্কর মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ওহেদুজ্জামান অর্কর দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন। তিনি ছিলেন সমাজের মানুষের কাছে নির্ভরযোগ্য এক নাম এবং সত্য সংবাদ পরিবেশনে এক উজ্জ্বল উদাহরণ। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী সাংবাদিক সমাজসহ স্থানীয় জনসাধারণ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি ‘কুষ্টিয়া প্রেস’ এর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.