কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, ১২ লাখ ইয়াবা রেখে পালালো পাচারকারীরা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ জানুয়ারি ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ
কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, ১২ লাখ ইয়াবা রেখে পালালো পাচারকারীরা

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে বঙ্গোপসাগরে মাদক পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১২ লাখ ইয়াবা ও গুলি ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার এম নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামার জন্য সংকেত দেয়। না থেমে ট্রলার থেকে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ট্রলার থেকে ৮-১০ জন ব্যক্তি সাগরে লাফ দিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ট্রলার তল্লাশি ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি সাব মেশিন গানি জব্দ করে। এসব টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন