পারিবারিক বিরোধ-যৌতুকের অভিযোগে আর সরাসরি মামলা করা যাবে না


পারিবারিক বিরোধ, যৌতুক দাবিসহ বিভিন্ন সমস্যায় আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আর সরাসরি মামলা করা যাবে না। এসব সমস্যায় মামলা করার আগে মধ্যস্থতার চেষ্টা করতে হবে। এখন থেকে যে আটটি অভিযোগে সরাসরি মামলা করা যাবে না।১) যৌতুক সংক্রান্ত বিরোধ, ২) পারিবারিক কলহ ও বিবাহজনিত দ্বন্দ্ব, ৩) ছোটখাটো শারীরিক আঘাত, ৪) মানহানি সংক্রান্ত অভিযোগ, ৫) জমি-সম্পত্তি নিয়ে বিরোধ, ৬) প্রতারণা বা জালিয়াতির ছোটখাটো অভিযোগ, ৭) ভয়ভীতি বা হুমকি, ৮) অল্প পরিমাণ চাঁদাবাজি বা আর্থিক দাবিদাওয়া। এসব মামলা লিগ্যাল এইডে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ এমন বিধান রাখা হয়েছে। যা আজ বৃহস্পতিবার থেকে কুষ্টিয়াসহ ১২টি জেলায় এসব মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যকর হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতিমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো—যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি—এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে।
এর ফলে বিচারপ্রার্থীগণ স্বল্প সময়ে, নামমাত্র খরচে সৌহার্দপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন। প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হবে।
Leave a Reply