ইমাম গাজ্জালী সংস্থার ৩ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা সমাপ্ত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৪ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ
ইমাম গাজ্জালী সংস্থার ৩ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা সমাপ্ত

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে ১০তম বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্ত হয়েছে। প্রথম দিনে ২৯ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা বারোটা পর্যন্ত কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে কেরাত গজল ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠান সংস্থার সভাপতি ইব্রাহিম খলিলের ব্যবস্থাপনায় ও শিশু-কিশোর পরিচালক শানজিদ রহমান সিয়ামের পরিচালনায় বিচার কার্য মূল্যায়ন করেন সঙ্গীত শিল্পী কাওসার মাহমুদ, হাফেজ নুর আলম, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ আবু ইউসফ, কারী মফিজুর রহমান, কাজি রেজাউল হক ও ইমাম হাফেজ মাহবুবুর রহমান । প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রত্যেকের হাতে একটি করে বই উপহার প্রদান করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুকুল খসরু ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিয়ার রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন নাজাত মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন ও সাবেক ছাত্র নেতা মোঃ নূরুল হুদা।
প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সাকিন আহমেদ, সাকিব আহমেদ, সজীব আহমেদ, সাব্বির আহমেদ, ফাহিম আহমেদ ও সামিত ইসলাম। দ্বিতীয় দিনে ৩০ শে আগস্ট শনিবার সকাল ৯:০০ টায় কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে কেরাত, গজল, আজান, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইব্রাহিম খলিলের ব্যবস্থাপনায় ও সেক্রেটারি শাহেদুল হক শিমুল এর পরিচালনায় একশত ছাত্র ছাত্রীর মাঝে বই উপহার প্রদান করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক হাজী মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউসুফ ও আল কুরআন একাডেমীর পরিচালক মাওলানা আব্দুস সামাদ। বিচারকার্যে মূল্যায়ন করেন সাংবাদিক সাইফুদ্দিন আল আজাদ, শিল্পী কাওসার মাহমুদ, হাফেজ নুর আলম, কাজী রেজাউল হক, ফাহিম আহমেদ অনিক, মাওলানা মামুন আর রশিদ, মুফতি সাকিব বেলালী। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন শিশু-কিশোর বিভাগের পরিচালক সানজিদ রহমান সিয়াম ও জিসান ইসলাম। তৃতীয় দিনে ৩১ আগস্ট রবিবার সকাল ন’টা থেকে বেলা একটা পর্যন্ত কুঠিপাড়া মডেল মসজিদের হল রুমে কেরাত গজল ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ইমাম গাজ্জালী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক গবেষক ও লেখক মোঃ রফিকুল্লাহ কালবি ও সমাজ সেবক মুহিতুল ইসলাম ।

সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল এর পরিচালনায় বিচার কার্য মূল্যায়ন করেন সাংবাদিক সাইফুদ্দিন আল আজাদ, সংগীতশিল্পী কাওসার মাহমুদ, হাফেজ বনি আমিন, বড় ছাত্রীদের বিচার কার্য পরিচালনা করেন মহিলা বিচারক হাফেজা সুরাইয়া মাহমুদ, অনিকা খাতুন শিমু, কানিজ ফাতেমা মিষ্টি। শেষে ছাত্র-ছাত্রীদের বই উপহার প্রদান করা হয়। ইনশাআল্লাহ আগামী ১৩ সেপ্টেম্বর  শনিবার সকাল দশটায় সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে বিজয়ী ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হবে। একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত প্রদান করা হবে। ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন