পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের মন মানসিকতায় পরিবর্তন আনতে নতুন পোশাক!
পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের মন মানসিকতায় পরিবর্তন আনতে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে। পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে এই তিন বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেছেন।
আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তিন বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়। উপদেষ্টা বলেন, ‘পোশাকের সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা তিন বাহিনীর জন্য একটি করে পোশাক নির্ধারণ করেছি। তিনটি পোশাকই আজকে নির্ধারণ করেছি।’
বৈঠকে পুলিশ, আনসার এবং র্যাব প্রতিনিধি দল ১৮ ধরণের নতুন ডিজাইনের পোশাক পরে বৈঠকে প্রবেশ করেন। এর মধ্যে তিনটি পোশাক আজকে নির্ধারণ করা হয়।
Leave a Reply