তেত্রিশ বছরের পুরনো পত্রিকা ‘দৈনিক ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
১৯৯২ সালের ১৫ই ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজ। তেত্রিশ বছরের পুরনো এই সংবাদ মাধ্যমের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিস টানিয়ে দেওয়া হয়।
নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০শে জানুয়ারি থেকে কার্যকর হবে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা।
রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। সেখানে তারা অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানান। সেইসাথে যারা নিয়োগপত্র পাননি তাদের সেটা বুঝিয়ে দেয়ার দাবি জানান। তার পরপরই কার্যালয় বন্ধের ঘোষণা আসে।
Leave a Reply