মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আটাত্তর বয়সী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বীতায় পিছিয়ে নেই ষাটোর্ধ কমালা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বীতায় পিছিয়ে নেই ষাটোর্ধ বয়সী নারী কমালা হ্যারিস। জনপ্রিয়তা দু’জনে কেও কার থেকে পিছিয়ে নেই দাবি করছেন। যদিও হারজিতে কাওকে পরাজয়ের স্বীকার করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বয়সে আঠারো বছরের ছোট হলেও কমালা হ্যারিসের জনপ্রিয়তা যেন এগিয়ে।
দুই প্রার্থী কেউই লড়াইয়ে হার মানতেই চান না। একজন হলেন ডোনাল্ড ট্রাম্প তিনি সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাঁর দলের নাম রিপাবলিকান পার্টি। নির্বাচনি প্রতিশ্রুতি: ট্রাম্প বলেছেন যে তিনি অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধে ‘সীমান্ত বন্ধ’, কর কমানোর প্রতিশ্রুতি, আমদানির উপর ১০ শতাংশ শুল্ক কমানো ও এবং জ্বালানির মূল্য কমানোর প্রতিশ্রুতি।
আরেকজন হলেন কমালা হ্যারিস, ইনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। তিনার দলের নাম ডেমোক্রেটিক পার্টি। ‘আমরা পেছনে ফিরে যাবো না’ কমালা হ্যারিস নির্বাচনি প্রচারণায় এই শ্লোগানে ডোনাল্ড ট্রাম্পের আমলে নেয়া নীতিগুলোর কথা তুলে ধরেন। গর্ভপাতের অধিকারকে সমর্থন, গ্রোসারী দোকানে জিনিসপত্রের দাম কমানো ও আবাসন সংকটের সমাধানের ঘোষণাও দিয়েছেন তিনি।
Leave a Reply