বাংলা একাডেমির সভাপতি হলেন প্রাবন্ধিক ও গবেষক আবুল কাসেম ফজলুল হক

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ অক্টোবর ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
বাংলা একাডেমির সভাপতি হলেন প্রাবন্ধিক ও গবেষক আবুল কাসেম ফজলুল হক

প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে ২৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি আইন-২০১৩ (২০১৩ সনের ৩৩ নং আইন) এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন