কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউলের আজ শুভ জন্মদিন
কুষ্টিয়ার প্রতিভাবান কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউলের আজ শুভ জন্মদিন। তিনি ১২ই রবিউল আউয়াল তথা পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) এই দিন প্রভাতকালে মানবকূলে জন্মগ্রহণ করেন ।
কুষ্টিয়া শহরে বেড়ে ওঠা কবি নূর মোহাম্মদ রবিউল কবিতা ও প্রবন্ধ লেখালেখির পাশাপাশি তিনি সাংবাদিকতা করছেন। আত্মশুদ্ধি, সুফী দর্শন ও জীবন আধ্যাত্মিকতা সম্পর্কে তিনি বেশি লিখে থাকেন। সততা ও আদর্শে জীবন গড়া সকলের পরিচিত সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল ১৯৯৩ সাল থেকে ৮ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে কবিতা ও ছড়া লেখালেখিতে হাতেখড়ি। তাঁর প্রকাশিত কবিতার বই রয়েছে ৬টি। প্রকাশিত বইগুলো হচ্ছে, সৃষ্টি (প্রকাশ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৩), সাধনার গুপ্ত ভেদ প্রথম খন্ড (একুশে বইমেলা ২০১১). সাধনার গুপ্ত ভেদ দ্বিতীয় খন্ড (বিশ্ব মা দিবস ২০১১), সাধনার গুপ্ত ভেদ তৃতীয় খন্ড (পবিত্র শব-ই মেরাজ- ২০১১), আত্মা (অমর একুশে গ্রন্থমেলা- ২০১২) ও মা (১লা অক্টোবর-২০১৪)। এছাড়াও তাঁর লেখা কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য ও সমসাময়িক নিয়ে অসংখ্য প্রবন্ধ-ফিচার স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। অতঃপর তিনি নিয়মিত কলাম লেখক হিসেবে কুষ্টিয়ার একজন অতি পরিচিত মুখ। তাঁর লেখা প্রকাশিত কবিতা বইগুলো সৃজনশীল গবেষণামূলক সম্বলিত। কবিতার মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ ও মহৎ গুণাবলীর মাধ্যমে সু-শৃঙ্খল জীবন সাজানোর বাণী আত্মপ্রকাশ করেছেন।
শিক্ষাজীবনে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং পাশাপাশি সাংবাদিকতায় ‘ডিপ্লোমা ইন জার্নালিজম’ লাভ করেছেন। কুষ্টিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল https://kushtiapress.com/ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় )-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকার সহ সম্পাদক। দীর্ঘদিন তিনি জাতীয় (ইংরেজী ও বাংলা) দৈনিকের পাশাপাশি স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন এবং এখনও করছেন। সাহিত্য চর্চা ও সাংবাদিকতা তিনি একই সাথে ধরে রেখেছেন। তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মৃতিপদক ২০১৪’ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননাও পেয়েছেন।
Leave a Reply