শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন।এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ”আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আমরা আমাদের ওপর আস্থা রাখুন।”
সোমবার বিকালে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিয়ম গর্ভমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো।’আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি। আপনারা আর সংঘাতের পথে যাবেন না, শান্তিশৃঙ্খলার পথে ফিরে আসেন। অনেক লোকজন মারা যাচ্ছে, যানমালের ক্ষতি হচ্ছে। আপনারা বিরত হন। আপনারা আমাকে সাহায্য করুন। আলোচনায় কারা কারা ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিলো না।
Leave a Reply