বাংলাদেশে চাঁদ দেখা গেছে পবিত্র ঈদুল আজহা ১৭ জুন, মধ্যপ্রাচ্যে পালিত হবে ১৬ জুন
বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার জিলহজ মাস গণনা শুরু হবে। এই মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আজ সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। আগামীকাল ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১০ জিলহজ ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ১৬ জুন।
Leave a Reply