কুষ্টিয়া কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে

বাঙালি নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ছিলেন সমাজসেবক, আরেকজন ড. ইউনূস হলেন শোষক: হানিফ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ মে ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ
বাঙালি নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ছিলেন সমাজসেবক, আরেকজন ড. ইউনূস হলেন শোষক: হানিফ

‘দুজনই ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী। একজন ছিলেন বাংলা সাহিত্যের ওপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের কারবারি, ব্যবসায়ী, যদিও তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ড. ইউনূস সাহেব। তবে পার্থক্য ছিল এটাই—একজন সমাজসেবক, আরেকজন শোষক।’ কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে বুধবার ২৫ শে বৈশাখ নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ এ কথা বলেছেন।

ড. ইউনূসের ক্ষুদ্র ঋণের ধারণার সমালোচনা করে হানিফ বলেন, ‘ঠাকুর (রবীন্দ্রনাথ) ঋণ দিয়ে ফেরত না পেয়ে কারও ঘরের চাল খুলে নেননি, গরু খুলে নিয়ে আসেননি। অন্যায়– অত্যাচার করেননি ঋণের টাকার জন্য সুদের টাকার জন্য। অনেককেই মওকুফ করে দিয়েছিলেন। কিন্তু যাঁরা আমাদের আধুনিক ক্ষুদ্র ঋণের ধারক–বাহক। তাঁরা এই সুদের টাকা উদ্ধার নামে বহু মানুষের ওপর নির্যাতন–নিপীড়ন করেছেন।’

ক্ষুদ্র ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান তুলে ধরে হানিফ বলেন, ‘ঢাকা শহরের অন্তত পাঁচ থেকে দশ হাজার রিকশাচালক সর্বস্ব হারিয়েছে এই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের একটি ইউনিয়ন থেকে প্রায় ৩৬ জন মহিলা আত্মহত্যা করেছিল সুদের টাকা ঋণের টাকা শোধ দিতে না পারে।’

জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এ সনয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম প্রমূখ।

এদিকে কবির জন্মোৎসব উপলক্ষে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে প্রাণ ফিরেছে। কবির নানা বাণী ও লেখনীর ফেস্টুন, চিত্রাঙ্কনসহ কুঠিবাড়ি প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা রঙে ও ঢঙে। দূর–দুরান্ত মানুষ এসেছেন কুঠিবাড়ি প্রাঙ্গণে। দুই দিনব্যাপী জন্মোৎসব শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে। কুঠিবাড়ির সামনে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হচ্ছে রবীন্দ্র সংগীত ও নৃত্য।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.