বাংলায় হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন হতে দেব না: মমতা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ এপ্রিল ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ
বাংলায় হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন হতে দেব না: মমতা

পশ্চিমবঙ্গে প্রচণ্ড তাপদাহের মধ্যে চলছে লোকসভা ভোটের প্রচারণা। আর সেই নির্বাচনী প্রচারে শনিবার (২৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের আসানসোল জেলার কুলটির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাত ধাপের মধ্যে সবেমাত্র দুই ধাপের নির্বাচন শেষ হয়েছে। তাতেই বিজেপি ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে! তাই প্রধানমন্ত্রীর মুখে বারে বারে বিভাজনের কথা আসছে।কিন্তু আপনারা (বিজেপি) যতই এসব চান, বাংলায় আমরা হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন হতে দেব না। পশ্চিমবঙ্গে বিহারি-বাঙালিকে আলাদা হতে দেব না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিনে আমরাই দেশ চালাব। আমরাই বাংলা থেকে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেব। বিজেপি ক্ষমতায় আসবে না, ক্ষমতায় আমরাই আসব।

আসানসোল-উত্তর আসন থেকে এবারও তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তৃলমূলের এই প্রার্থী প্রসঙ্গে মমতা বলেন, আমাদের আসানসোল উত্তরের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সারা দেশে সবাই যাকে সম্মান করে। যার ভারতরত্ন পাওয়া উচিত ছিল। আমি মনে করি, ওনার এবং অমিতাভ বচ্চন দুজনের পাওয়া উচিত ছিল। কিন্তু তাদের কোনদিন এই সরকার সম্মান দেয়নি। কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.