কুষ্টিয়ায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ জানুয়ারি ২০২৪, ২:১৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

কুষ্টিয়া র‍্যাব-১২ জেলার কুমারখালীর নন্দীগ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৬ পিস ইয়াবাসহ মোঃ রেজাউল করিম (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করেন। এ সয়য় ১৩৬ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ৪০,৮০০/- টাকা), ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর এলাকার মৃত মমতাজ আলী শেখের ছেলে। এবিষয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। র‍্যাব-১২-কে তথ্য দিন, মাদকমুক্ত সোনার বাংলা গঠনে ভূমিকা পালন করুন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.