কুষ্টিয়ার উদিবাড়ীতে শাহ্ সুফী মনছুর চিশতীর ওরশ শরীফ ৩ জানুয়ারী
“যখন নামাজ পড়িয়া দেলকে আয়নার মতো পরিস্কার করিতে পারিবে,
তখন খোদাকেও আয়নার মতো দেখিতে পাইবে৷”
–শাহ্ মনছুর (র.)
শাহ্ মনছুরের পুরো নাম হযরত খাজা শাহ্ সূফী মনছুর আলী আল চিশতী নিজামী। যিঁনি ছিলেন আখলাক ই রাসুল এবং খাজা গরীবে নেওয়াজের প্রতিকৃতি। তিনি শরীয়ত, তরিক্বত, হাকীক্বত ও মারফত বিশ্লেষণ করে ইলমে তাসাউফের উপর বেশ কিছু বই রচনা করেছেন। এছাড়াও তিনি অনেক বাংলা গজলেরও রচয়িতা। যা ‘মনছুর গীতি’ নামে পরিচিত। ভারত ও বাংলাদেশে তার লাখ লাখ অনুসারী রয়েছে।
হযরত খাজা শাহ সূফী মনছুর আলী আল চিশতী নিজামী ১৮৫২ সালে কুষ্টিয়া জেলার উদীবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হযরত মাওলানা হাদিদুদ্দিন চিশতী এবং মাতার নাম নেরু নেসা চিশতী। তাঁর পিতা হযরত মুন্সী হাদীদুদ্দিন চিশতী ছিলেন অত্যন্ত পরহেজগার ব্যক্তি। হযরত খাজা শাহ্ সূফী মনছুর আলী আল চিশতী’র বাবা তাঁর জন্মের আগেই মারা যান এবং মাত্র তিন বছর বয়সেই তিনি তাঁর মা’কেও হারান। এরপর তার চাচা হযরত শাহ সূফী খুদিদুদ্দিন চিশতী (রহ.) তার লালন-পালনের দায়িত্ব নেন।
পীর সাহেব কেবলা ১৯৮৫ সালে (১৯ পৌষ, বৃহস্পতিবার) ১৩৪ বছর বয়সে দেহত্যাগ করেন।
১৯ পৌষ ১৪৩০, ৩ জানুয়ারী ২০২৪, কুষ্টিয়ার উদিবাড়ী দায়রাপাকে তাঁর ওফাত দিবস উপলক্ষ্যে পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ওরস শরীফে সারা দেশ থেকে ভক্ত ও আশেকানদের উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply