কুমারখালীতে মানবতাবাদী সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালী থানা মোড় গড়াই কমপ্লেক্স এর তয় তালায় সাংবাদিক সমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে কুমারখালী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমান’র স্মরনসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এজাজ আহমেদ লিন্টু, সোনালী ব্যাংক ডিজিএম এম এ সালাম, জাসদ কুমারখালী উপজেলা সাধারণ সম্পাদক এড. জয়দেব বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সুভাষ দত্ত,কয়া ইউপি চেয়ারম্যান হাজী আলী হোসেন, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী,ধোকরাকোল কলেজের ভাইস প্রিন্সিপাল অনির উদ্দিন, কুমারখালী সরকারি উচ্চ বালিকা বিদালয়ের প্রধান শিক্ষক সন্তোষ মোদক, মানবাধিকার সংগঠন বিপিএইচআর কুমারখালি উপদেষ্টা সুধাংশু ঘোষ, বিআরডিবি কর্মকর্তা ওবায়দুর রহমান টোকন,বঙ্গবন্ধু সংস্কৃতিক পরিষদ ঢাকা মহানগর উ:যুগ্ম-আহবায়ক সাজ্জাদ আলম, কুষ্টিয়া এলজিইডি অফিসার কাজী মাসুদুল ইসলাম , খোকসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, জিডি শামসুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সিনি. শিক্ষক কবি বিজয় কর, কুমারখালি রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি আব্দুল ওহাব, যুগ্ম- সাধাঃ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ম- সাধাঃ সম্পাদক সাহেব আলী, গড়াই কৃষ্টি সংঘের সভাপতি কণ্ঠশিল্পী চয়ন ইসলাম ইঞ্জিঃ বাদশা মিয়া, প্রয়াত কেএম সিদ্দিকুর রহমান সহধর্মিনী জোসনা বেগম,কাঙ্গাল মজিবুর, সংগঠক স্বপন কুমার বিশ্বাস, যুবলীগ নেতা মো নয়ন শেখ,সংগঠক মোঃ শরিফুল ইসলাম, লালন পরিবহনের শ্যামল ঘোষ, কণ্ঠশিল্পী অনিক সহ অনেকেই। দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম টিপু মুনসী। গত ১১ মে সকাল ৭ টায় এলঙ্গি পাড়ার নিজ বাড়িতে বিদ্যুৎ স্পর্শ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সমগ্র আয়োজনে ও উপস্থাপনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা সভাপতি, সাংবাদিক ও গবেষক এস এস রুশদী।
Leave a Reply