কুষ্টিয়া শহরে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ জুলাই ২০২৩, ৫:১২ পূর্বাহ্ণ
কুষ্টিয়া শহরে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের মিলন মেলা ও আলোচনা সভা শুক্রবার রাতে শহরের আড়ুয়াপাড়াস্থ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া শহর উন্নয়নের অগ্রগামী সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শহরের অতি পরিচিতি মুখ কুষ্টিয়া পৌর মেয়র পূত্র পারভেজ আনোয়ার তনু।

আলোচনা সভার বক্তরা বলেন, এসএসসি ৯৫ ব্যাচের কুষ্টিয়ার বন্ধুদের মাঝে একটি সুদৃঢ় বন্ধন তৈরি করা এবং দলমত, জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্ধুদের এক কাতারে আনা। সকল বন্ধুদের সঙ্গে একটি প্লাটফর্ম তৈরি করে সামনে কুষ্টিয়াতে মানব কল্যাণে সামাজিক উন্নয়ন ও সচেতনতা মূলক কাজ করা। এছাড়া এসএসসি ৯৫ব্যাচের সকল বন্ধুদের স্বীয় উন্নয়ন, সামাজিক, সাহিত্য, সংস্কৃতি চর্চা কাজে সহায়তা ও বিপদ আপদে পাশে থাকা জন্য অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও বন্ধু গ্রুপ এডমিন সিদ্দিকুর রহমান, লালন সংগীত চর্চা গবেষণা কেন্দ্রের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক সুফি সাজেদুল ইসলাম ডালিম, বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ ইসমাইল হোসেন, কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, উন্নয়ন কর্মী মুহঃ আসাদুজ্জামান বুলবুল, সমাজসেবক আশরাফ আলী জাদু, শহিদুল আলম, খুরশীদ আলম, এহসানুল করিম সবুজ, সাইফুল ইসলাম বাদশা, শপিকুল ইসলাম, আলমগীর জাবির মামুন, বশিরুল ইসলাম বিপুল, রাজু আহম্মেদ, শিমুল, উজ্জ্বল, বন্ধু চাঁদসহ প্রমূখ।

মিলন মেলায় সকল বন্ধুদের কুশল বিনিময়ের পাশাপাশি ভালবাসার সেতুবন্ধনে বন্ধুদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা হয়। এছাড়া সভায় অনেক বন্ধু বৃষ্টি বা নানা কাজের ব্যাস্ততার কারনে যারা উপস্থিত হতে পারে নাই তাদের আগামীতে শরিক থাকার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন