কুষ্টিয়া শিলাইদহে কবিগুরুর জন্মবার্ষিকীতে নানা আয়োজন

বিশ্বকবির সকল স্মৃতিগুলো সংরক্ষণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে: হানিফ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ মে ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ
বিশ্বকবির সকল স্মৃতিগুলো সংরক্ষণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে: হানিফ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে আজ থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। সোমবার (৮ মে) উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

এসময় তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাদর্শ ও তাঁর সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নির্দেশকের ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়সিহ তাঁর সকল স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টার অব্যাহত রয়েছে”।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমূখ।এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইবি’র বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও আলোচক অতিথি ছিলেন শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক এস. এম. আফজাল হোসেন। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন