কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে

থানাপাড়ায় পবিত্র শব ই বরাত উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ মার্চ ২০২৩, ২:০৩ পূর্বাহ্ণ
থানাপাড়ায় পবিত্র শব ই বরাত উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ (কালপুরুষ) ও গড়াই ক্রীড়া সংসদের যৌথ উদ্যোগে পবিত্র শব ই বরাত উপলক্ষ্যে তরুণ সমাজসেবী ও ক্রীড়াপ্রেমী কিশোরদের আয়োজনে থানাপাড়া ক্রিসেন্ট ক্লাব সংলগ্ন সংগঠন দ্বয়ের নির্মানাধীন স্থায়ী কার্যালয়ে দ্বীনি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানাপাড়া বাধ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন ও লাহিনীপাড়া ক্বারীমিয়া কওমিয়া ক্যাডেট মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাওসিফুর রহমান।

হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন বলেন, ” তরুণ সমাজসেবীদের এমন অসাধারণ উদ্যোগকে মহান আল্লাহ তাআলা এই পবিত্র ও মহান রাতে কবুল করুন, তাদের সংগঠনের কার্যক্রমে বরকত দান করুন, ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক গতানুগতিক ধারার বাইরে পাড়া মহল্লায় যুব সমাজের উদ্যোগে দ্বীনি আলোচনা ইনশাআল্লাহ আমাদের নৈতিকতা ও মনুষ্যত্বে পরিপূর্ণতা দান করবে মহান সৃষ্টিকর্তা”

ক্যাডেট মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা তাওসিফ বলেন, “কালপুরুষের প্রতিষ্ঠা ও কুষ্টিয়া যুব উন্নয়ন রুপে আত্মপ্রকাশে একযুগের পথচলা আমাদের চোখের সামনেই সংঘটিত, ছাত্র জীবনে আমরাও স্বেচ্ছাসেবী সামাজিক কার্যক্রমে, সম্প্রতি করোনাকালীন আরডেন্ট বয়েজের মাধ্যমে সংযুক্ত ছিলাম ইমামতি ও মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি। যুব সমাজের অপরাধ প্রবণতাকে ইবাদতে রুপান্তরিত করলে কিয়ামতের ময়দানে এর উত্তম প্রতিদান মহান সৃষ্টিকর্তা ও পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমরা সবাই চেষ্টা করবো তরুণ যুব ভাইদের আধুনিক প্রজন্মের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য চর্চার পাশাপাশি ধর্ম ও নৈতিক শিক্ষায় সামাজিক সংগঠনের কর্মসূচির মাধ্যমে আলোকিত করতে ”

এছাড়াও হাফেজ মাওলানাগণ পবিত্র আল কোরআনের বিভিন্ন সূরার বিশেষ কিছু আয়াতের তর্যমা ও তাফসীরের মাধ্যমে পবিত্র শব ই বরাতের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন এবং শব ই বরাতের বিশেষ নফল আমল সম্পর্কে ধারনা প্রদান করেন উপস্থিত স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পেশাজীবীদের নাগরিকদের।

আয়োজনের উদ্দেশ্য নিয়ে সভাপতির বক্তব্যে আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং কুষ্টিয়া জজ কোর্টের তরুণ আইনজীবী পলল বলেন, ” আমরা শুধু বছর চাঁদে ধর্মীয় প্রতিষ্ঠানেই দ্বীনি আলোচনাকে সীমাবদ্ধ না রেখে পাড়া মহল্লায় চায়ের আড্ডা আলোচনায় ইসলামের বিশুদ্ধ জ্ঞান ও ইবাদত চর্চার আলোচনা করতে এবং শুনতে চাই। ধর্মান্ধরা জ্ঞান থাকলে সহিংসতা ব্যতিরেকে দ্বীন প্রচার প্রসারে কাজ করতো। বাংলাদেশের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সাংবিধানিক মূলনীতি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা:) এর প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার মাঝেই খুজে পাই, সেখানে আহলে কিতাবীগণ জিজিয়া কর প্রদানের মাধ্যমে একই নাগরিক সুবিধা পেতো ও মর্যাদা ভোগ করতো। ধর্ম নিয়ে আমাদের বাড়াবাড়ি না করে শান্তি প্রতিষ্ঠায় জ্ঞান অর্জন করা উচিৎ। এজন্যই সূরা আলাকের প্রথম শব্দে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা অর্থাৎ পড়, পড় তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঠনঠনে মাটি দ্বারা, রক্ত ও গোস্তপিন্ডের মাধ্যমে আকার প্রদান করেছেন। অথচ পুঁথিগত বিদ্যা আর সিলেবাস ভিত্তিক জ্ঞান অর্জনের বাইরে আমাদের তরুণ প্রজন্ম হারিয়ে যাচ্ছে ইন্টারনেট আসক্তিতে। কালপুরুষের অন্তর্ভুক্ত কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ, কুষ্টিয়া ফিল্ম সোসাইটি, গড়াই ক্রীড়া সংসদ এসব সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের মাধ্যমে আমরা সমাজে ধর্মান্ধ ও অপসংস্কৃতি এবং কুসংস্কার রোধে তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করতে চাই, এটা আমাদের দৃড় প্রতিজ্ঞা। প্রত্যাশা, চাহিদা, আকাঙ্ক্ষা নেই দুনিয়াবি অর্থ, বিত্ত, ক্ষমতার।

কালপুরুষের ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজ উদ্দিন শিমুলের পরিচালনায় এবং গড়াই ক্রীড়া সংসদের সভাপতি ইব্রাহিম হোসেন প্লাবনের সমন্বয়ে উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সংগঠক, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সহ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস এস রুশদী, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের দপ্তর সম্পাদক বিশিষ্ট আয়কর আইনজীবী ও কুষ্টিয়া জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল ইসলাম প্রান্ত, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ থানাপাড়া তরুণ প্রজন্মের যুগ্ম আহবায়ক ফয়সাল ইকবাল মৌসুম, নাদিমুজ্জামান তনু, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ কুরবান শেখ হিল্লোল, ইসতিয়াক আহমেদ বাধন, গড়াই ক্রীড়া সংসদের সহসভাপতি প্রান্তিক আল সাহাদ, সাধারণ সম্পাদক সানজিদ ইসলাম রুদ্র, স্থানীয় পেশাজীবি নাদিম হোসেন, মোহাম্মদ আবদুলসহ স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে পবিত্র শব ই বরাতের রাতে দেশ ও দশের মঙ্গল কামনা, উপস্থিত তরুণ যুবক দের হেদায়েত কামনায় দোয়া মোনাজাত করা হয়। তারপর কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া ইউনিটের আয়োজনে ” বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ইতিহাস ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় একই উপস্থিতি নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন