উপাচার্যের অডিও ফাঁসের ঘটনায়!
ইবিতে উপাচার্যের কার্যালয়ে তালা, চাকরিপ্রত্যাশী অস্থায়ী চাকরিজীবী পরিষদ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী অস্থায়ী চাকরিজীবী পরিষদ ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন তারা।
একইসঙ্গে কার্যালয়ের সামনে উপাচার্যকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বরপুত্র উল্লেখ করে অপসারণের দাবিতে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ও প্রশাসন ভবনের সামনে উপাচার্যের ফাঁস হওয়া অডিও বাজাচ্ছেন। এদিকে নিজ কার্যালয়ে উপস্থিত না হয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বাসভবন থেকেই অফিস কার্যক্রম চালাচ্ছেন।
অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দারের নেতৃত্বে কার্যালয়ের সামনে ভিসির অপসারণ দাবিতে অন্তত ৩০ জনকে স্লোগান দিতে দেখা যায়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, শনি ও সোমবার তারা একই দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করেন। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করেন এবং তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে। গত বৃহস্পতি ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুটি ফেসবুক আইডি থেকে ভিসির ‘কণ্ঠসদৃশ’ পর পর পাঁচটি আলাপনের অডিও পোস্ট করা হয়। পরে ‘আল বিদা’ নামের একটি ফেসবুক আইডি থেকে অন্য আরেকটি অডিও ফাঁস হয়। অডিওগুলোতে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কথা বলতে শোনা যায়।
Leave a Reply