দৌলতপুর উপজেলা সোসাইটি ঢাকার বনভোজন অনুষ্ঠিত 

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ
দৌলতপুর উপজেলা সোসাইটি ঢাকার বনভোজন অনুষ্ঠিত 

দৌলতপুর উপজেলা সোসাইটি ঢাকার উদ্যোগে শুক্রবার (১৭-০২-২৩) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার খানবাড়ি রিসোর্টে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলনমেলায় দৌলতপুর উপজেলার প্রায় সকল গুনিজনসহ ৮০০ এর অধিক দৌলতপুরবাসী অংশ গ্রহণে অনুষ্ঠানটি বর্নিল রুপ ধারণ করে। দৌলতপুরের সুধীজন এবং আলোকিত মানুষ অংশ গ্রহণ করে মিলনমেলাকে প্রাণবন্ত করেছেন।

বিশেষ করে দৌলতপুরের অভিভাবক সকলের প্রিয় নেতা মাননীয় সাংসদ আ.কা.ম সরোয়ার জাহান বাদশাহ, ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং গ্রুপের এমডি জনাব বশির আহমেদ, ডা: মেজর জেনারেল ( অব.) শহিদুল ইসলাম, অধ্যাপক ডা: এএমএম নাসিম উদ্দিন আহম্মেদ, বিএসএমএমইউ ( অব.), ডা: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল ইসলাম, বাংলাদেশ সরকারের ৪ জন যুগ্ম সচিব জনাব এ.কে.এম সোহেল আহম্মেদ, জনাব বোরহানুল হক, জনাব মোঃ জাহেদুল হাসান ও জনাব আবুল খায়ের মোঃ আক্কাস আলী, পুলিশ সুপার জনাব মোঃ মহিউদ্দিনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং খানবাড়ি রিসোর্টের মালিক এনজেড গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুজ্জামান খান উপস্থিত থেকে মিলনমেলাটিকে আলোকিত করেছেন।

যাদের অক্লান্ত শ্রমে দৌলতপুর উপজেলা সোসাইটি আয়োজিত এই মিলনমেলা প্রানবন্ত হয়েছে তাদের মধ্যে পিকনিক কমিটির আহবায়ক অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ মোহাম্মদ সাইদুর রহমান খান, যুগ্ম আহবায়ক জনাব মোঃ মুমিতুর রহমান মিমু (উপ সচিব) এবং সদস্য সচিব জনাব আজিজ আহমেদ জমজম, সোসাইটির সহ সভাপতি সরদার মাহবুব হোসেন, ইএফডি ‘র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক আ সাফ উদ্দৌলা তুষার, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ইকবাল মহসিন, ইঞ্জি. হুমায়ুন আহমেদ শিমুল, রেজভী হাসান মাহমুদ হিরন, ইঞ্জি. হাসান, শামিম সহ অনেকের নাম উল্লেখযোগ্য।

এছাড়াও সোসাইটির সকল নির্বাহী কমিটির সদস্য ও দৌলতপুরবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণে মিলনমেলাটি ঢাকার বুকে এক খন্ড দৌলতপুরের আত্মপ্রকাশ ঘটায়, যা ভবিষ্যতে দৌলতপুর বাসীকে এক প্লাটফর্মে থেকে অনেকদুর এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে।

মিলনমেলায় সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আলোকিত দৌলতপুর তথা দৌলতপুরের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। সোসাইটির সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আনসার আলী খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে আমরা যারা ঢাকাস্থ দৌলতপুরবাসী তুলনামূলক ভালো অবস্থানে রয়েছি ভবিষ্যতে আমরা যেন সম্মিলিতভাবে পিছিয়ে পড়া দৌলতপুরবাসীর জন্য কল্যানমূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন