কাজী আরেফ আহমেদ এঁর হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বীর কাজী আরেফ আহমেদ সহ পাঁচ জাসদ নেতার ২৪তম হত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।
কুষ্টিয়া জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,
বিশিষ্ট গবেষক ও লেখক এ্যাডঃ লালিম হক, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আহাম্মদ আলী, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
জনাব হাসিবুর রশিদ তামিম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার,
উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোপা সরকার, নদী পরিব্রাজক দল কুষ্টিয়া শাখার সভাপতি খলিলুর রহমান মজু,শহীদ লোকমান হোসেনের সন্তান এ্যাডঃ আল মুজাহিদ মিঠু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অজয় মৈত্র,শহীদ এ্যাডঃ ইয়াকুব আলী’র সন্তান জনাব ইউসুফ আলী রুসো, অরণী সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, সাংবাদিক হাসান আলী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ বাহাদুর,কুষ্টিয়া সদর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম মুকলু সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক,ছাত্রলীগ,যুবজোট, নারীজোট ও জাসদের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ সহ পাঁচ জাসদ নেতা হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানান। একই সাথে সাম্প্রদায়িক, স্বাধীনতা বিরোধী অপশক্তি, দুর্নীতি দখলবাজদের মোকাবিলা করে – মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলন সারাদেশে কাজী আরেফ আহমেদের স্বপ্ন বুকে ধারন করেই সামাজিক সন্ত্রাসী রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply